ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার দুর্গাপুরঃ
গৌড়ের রাজা রামপাল ছিলেন প্রথম মহীপালের অধঃস্তন চতুর্থ পুরুষ! রামপালের রাজত্বকাল সম্ভবতঃ ১০৭২-১১২৭ খ্রীষ্টাব্দ,
সেই সময়কার ঘটনাবলী নিয়ে ধর্মমঙ্গল কাব্যগুলি রচিত হলেও অদ্ভুত ভাবে কোন ধর্মমঙ্গল কাব্যেই তৎকালীন ঢেঁকুর গড়ের রাজা প্রতাপ সিংহের উল্লেখ নেই! ধর্মকাব্যকারগন সকলেই রাঢ় বঙ্গের তাই তাঁদের লেখনীতে সঠিক তথ্য উঠে আসায় সঙ্গত!
কিন্তু তাঁদের লেখনীতে কি কারনে প্রতাপ সিংহের স্হান হয়নি সেটা সত্যিই বিষ্ময়কর, কিন্তু সন্ধ্যাকর নন্দীর ' রামচরিত ' কাব্যে প্রতাপ সিংহের উল্লেখ আছে! সন্ধ্যকর নন্দী ছিলেন গৌড়েশ্বর রামপালে সন্ধি বিগ্রহিক প্রজাপতি নন্দীর পুত্র, যেহেতু নন্দী পরিবার সরাসরি পাল রাজবংশের সাথে জড়িত ছিলেন তাই রামচরিত কাব্য ইতিহাস সংপৃক্ত এবিষয়ে সন্দেহের অবকাশ নেই!
তাই রামচরিত কাব্যে উল্লেখিত ঢেক্করী গড়ের সামন্ত রাজা প্রতাপ সিংহ একজন ঐতিহাসিক ব্যক্তি এটা নিঃসন্দেহে বলা যায়!
দ্বাদশ শতকে প্রভুত প্রভাব পতিপত্তির সাথে প্রতাপ সিংহ ঢেঁকুর গড়ে রাজত্ব করেন! তিনি সেই সময় আর এক সামন্ত রাজা বিজয় সেনের সাথে যৌথ অভিযান চালিয়ে বর্ধমান জেলার গঙ্গাতীরবর্তী উত্তর পূর্ব ও পশ্চিম ভাগ তাঁরা অধিকার করেন !
তাঁদের যৌথ আক্রমনে শূর রাজাদের রাজধানী শূর নগরী বিপর্যস্ত হয়ে পড়লে রাঢ় বঙ্গ থেকে শূর রাজা পলায়ন করেন এবং শূর রাজবংশের রাজত্বের অবসান হয়
.......( চলবে)
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours