Fiture
সঞ্জয় সরকার, সাংবাদিক, বাঁকুড়া: বৈশাখ জৈষ্ঠ্য পেরিয়ে শ্রাবণী খরায় জ্বলছে দক্ষিণবঙ্গ। শ্রাবণের নাছোড় বৃষ্টিতে ওখন বিরক্ত হওয়ার কথা মানুষের তখন অনাবৃষ্টির জন্য ফাটল ধরছে ধান খেতে। দিনের প্রখর রোদের চোখ রাঙানি ঘর মুখো করে রেখেছে মানুষকে। শ্রাবণ মাসে বৈশাখের এমন তাপ নাকি দেখা গেছিল বছর পঞ্চাশ আগে। মানুষের বিশ্বাস এমন অবস্থায় বৃষ্টি নামাতে ভরসা ব্যাঙের বিয়ে। তাই সেই বিশ্বাসেই বাঁকুড়ার ইন্দাস থানার ভগবানবাটি গ্রামের মানুষ ২৩ জুলাই আয়োজন করলেন ব্যাঙের বিয়ে। রীতিমতো ব্যণ্ড বাজিয়ে পালকিতে চিড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হয় নব দম্পতিকে। গা
হলুদ থেকে মালা বদল, সিঁদুরদান থেকে শুভদৃষ্টি কিছুই বাদ ছিলনা এই বিয়ের আচারে। ৮ থেকে ৮০ গ্রামের মানুষ নির্বিশেষে সবারই আমন্ত্রণ ছিল এই বিয়ের অনুষ্ঠানে। 
আনন্দে মেতে ওঠে কচিকাঁচারাও। গ্রামের প্রবীণ মানুষরা জানাচ্ছেন, ৫০ বছর আগে একবার অনাবৃষ্টির কারণে এমনই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে নাকি সুফলও পাওয়া গেছিল হাতেনাতে। ওই বিয়ের পরদিন থেকে নামেছিল প্রবল বৃষ্টি। 
তাই এবারও অসময়ের খরা কাটিয়ে সময়ের বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে দিয়ে বর্ষার আসায় বুক বেঁধেছেন গ্রামবাসীরা।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours