রেয়ান পাত্র, সাংবাদিক, মুর্শিদাবাদঃ
চারশো বছরের প্রাচীন মন্দিরে শরক বাসীদের মঙ্গল কামনায় মহাযজ্ঞ সম্পূর্ণ হলো, মুর্শিদাবাদের বড়ঞার ফতেপুর ভৈরবী মায়ের মন্দিরে।
হলদিয়া -ফারাক্কা রাজ্য সড়কের উপর অবস্থিত এই মন্দির। আজ থেকে প্রায় চারশো বছর আগে ফতেপুরের রাজা ফতেসিং এর আমলে তৈরি হয়েছিল এই মন্দির। জানা যায় তখন প্রাচীন নিয়ম অনুসারে এই মন্দিরের মায়ের বেদি তে প্রত্যেক দিন পূজা হতো। এবং প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যা তিথি তে এই এলাকার ও বিশেষ করে মন্দিরের পাশ দিয়ে চলে যাওয়া বাদশাহী সড়কের (হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক) দূর্ঘটনা মুক্ত রাখতে এই মায়ের পূজা হতো।
কিন্তু রাজা আমলের পতন হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় এই পূজা।
কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে মন্দির বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও বঞ্চিত হছিলো।
এলাকার মানুষের ধারণা হয় তখন যে এই মন্দির নতুন রুপে সংস্কার করে মা কে তুষ্ট করতে হবে।
তারপর এই মন্দিরের ১৩জনের একটি কমিটি গঠন করে মন্দির নবরুপে সংস্কার করা হয়। তারপর চলে সেই চারশো বছরের প্রথা ও একি রিতি মেন ভক্তি ও নিষ্ঠিয় মা কে সন্তষ্ট করার প্রক্রিয়া।
অবশেষে অনেক বাধা পেরিয়ে
রবিবার পূর্ণিমা তিথিতে এই মন্দিরে আয়োজন করা হয় প্রাচীন কালের নিয়মে মঙ্গলযগ্য। কোলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে আসা সাধু পন্ডিত ও মনিরৃশী দের কে এনে চলে সারা রাত ব্যাপি এই মহাযজ্ঞ।
Post A Comment:
0 comments so far,add yours