গার্গী দাস, সাংবাদিক, কলকাতাঃ
অতীব সুন্দরী গাড়ির ড্রাইভার তাই সইতে হল মামলার জড়িমানা। এমন অদ্ভুতুরে ব্যাপার ঘটে গেল চলতি
বছরের ২৫ মে। ঘটনার সূত্রপাত পশ্চিম উরুগুয়ের পায়সানডু শহরতলীতে। সেদিন গাড়ি চালিয়ে আসা এক সুন্দরী
মহিলাকে আটকেই কিছু জিজ্ঞেস না করে মামলা টুকে দেন কর্মরত রোড সার্জেন্ট। এরপর মামলার কারণ
ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ওই গাড়ির চালক যে অতিরিক্ত সুন্দরী নারী (Excessive beauty on public
road) তাই এই মামলা করা হল।
শুনতে অবাক মনে হলেও এমন বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন স্থানীয়
এক সুন্দরী ললনা। এও জানা গিয়েছে, মামলার জরিমানা কাগজের উল্টো দিকে 'আই লাভ ইউ' লিখে দিয়েছেন ওই
রোড পুলিশ আধিকারিক।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলাও সোস্যাল সাইটে এই অদ্ভুত জড়িমানার কাগজটি ট্রোল করে
দিয়েছেন। ব্যাস বিশ্বব্যাপী শুরু হয়েছে হৈ চৈ। কেউ কেউ পরমা নন্দিনীর পক্ষ নিয়ে নেট দুনিয়াতে শুরু
করেছেন বিল্পব। আবার অনেকেই রোড পুলিশকর্তার তরফেও সওয়াল করছেন দারুন ভাবে। আর
মাঝখান থেকে পায়সানডু প্রশাসন ওই ট্রাফিক সার্জেন্টকে অকুস্থল থেকে বদলি করে আপাতত
বিতর্ক সামাল দেবার চেষ্টা করেছে।
Post A Comment:
0 comments so far,add yours