Politics
রণজিৎ গুহ, সমাজকর্মী ও লেখকঃ রাজনৈতিক পরিমণ্ডলে হামেশা বামপন্থী দক্ষিণপন্থী শব্দ দুটি উচ্চারিত হয়। সে কবে কোনকালে সরাসরি হানাহানি এড়াতে  দুই বিবদমান গোষ্ঠীকে রাজা তাঁর দুপাশে বসিয়ে আলাপ আলোচনা করতেন। সেই থেকে দরবারে প্রধানের বাঁদিকে বসা সভাসদদের বামপন্থী ও ডানদিকের সভাসদদের ডানপন্থী বলা হয়। সে নাহয় হলো। মার্ক্সবাদীরা কিন্তু এই শব্দ দুটোর মানেই আমূল পাল্টে দিল।বামপন্থী মানে প্রায় পয়গম্বর। সর্বগুণনিধি। আর ডানপন্থী মানে অশিক্ষিত, জনস্বার্থ বিরোধী, লোভী চক্রান্তকারী।এখন কে কতটা শিক্ষিত বা কোনটা প্রকৃত জনস্বার্থ সেসবের বিচার বিবেচনা করার স্বঘোষিত মালিক আবার ঐ মার্ক্সবাদীরাই। এনারা মার্ক্সবাদকে অলঙ্ঘনীয় ও সম্পূর্ণ ত্রুটিমুক্ত মনে করেন। মার্ক্সিজমের বা ঘোষিত মার্ক্সবাদীদের ভুলত্রুটির কথা কেউ উল্লেখ করলেই দক্ষিণপন্থী কুৎসা বলে নিন্দেমন্দ করেন। অর্বাচীন এবং গণশত্রু বলে চিহ্নিত করেন।আচার আচরণ বা দৈনন্দিন জীবন যাপনে কি কি লক্ষ্মণ বৈশিষ্ট্য থাকলে একজনকে বামপন্থী বলা হবে?  সে বিষয়ে খোলসা করে কেউ জানান না। সিপি আই, সিপি আই এম, সিপি আই এমএল, এসইউসি ইত্যাদি দলের সমর্থকদের বামপন্থী বলে?কংগ্রেস, বিজেপি,  ডিএমকে, বিএসপি ইত্যাদি দলের বিরোধিতা করাকে বামপন্থা বলে? যেকোনো কর্তৃপক্ষের ( এস্টাবলিশমেন্ট) বিরোধিতাকে বামপন্থা বলে? চলতি প্রথা পদ্ধতির বিরোধিতা করাকে বামপন্থা বলে?  আমার শহরের অনেকেই সোচ্চারে নিজেকে বামপন্থী বলেন। তাদের আচার আচরণে বা প্রাত্যহিক যাপন প্রক্রিয়ায় অন্যজনাদের সাথে তফাৎ তো কিছু দেখি না। বামপন্থী হতে হলে কি প্রচুর লেখাপড়া  করতে হয়? বই পত্র পড়তে হয়? যারা লেখাপড়া জানেনা তারা বামপন্থী হতে পারবে না?
কায়িকশ্রম করতে হয় বামপন্থীদের?নিজেদের বামপন্থী বলে পরিচয় দিয়ে বেশ আনন্দিত হন আহ্লাদিত হন এরকম অনেককে জিজ্ঞেস করে কোনও সদোত্তর পাইনি।এটাসেটা অস্পষ্ট কিছু বাগবিস্তার করে অন্য প্রসঙ্গে সরে যান।আম জনতার বোধগম্য ভাষায়  কেউ একজন লিখলে সকলের উপকার হয়। অন্যদিকে কি কি অন্যায় অপরাধ করলে কাউকে দক্ষিণ পন্থী বলে চিহ্নিত করা যাবে?  মার্ক্সবাদী না হলে? এআইডিএমকে বা লোক দলের সমর্থক হলে?পড়াশোনা না জানলে?  ব্যবসা বানিজ্যে যুক্ত থাকলে? কেউ জানালে খুব উপকৃত হই। আমার অনেক পরিচিত জন নিজেকে বামপন্থী ঘোষণা করে বেশ উচ্চাসনে বসে আছেন ভাব করেন।সাধারণ মানুষের থেকে বেশ সমীহ করা দূরত্বে নিজেকে আসীন রাখেন। এলিটজমের আরেক নাম বামপন্থা?আমি বাস্তবিক সৎ কৌতূহল নিয়ে জানতে চাই কাদের বলা হবে বামপন্থী। অবশ্য মার্ক্সবাদীরা আমার কৌতুহলকে দক্ষিণপন্থী অপকৌশল বলে দেগে দিতেই পারেন। সেক্ষেত্রে আমি নিরুপায়।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours