Old temple
ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার দুর্গাপুরঃ   কিছু কিছু গবেষকের অনুমান ঈশ্বর বা ইছাই ঘোষের সময়কাল সপ্তম অষ্টম শতক যখন বাংলায় দেবপালের শাসন চলছে! আবার অনেকের মতে তিনি ছিলেন গৌড়শ্বর মহীপালের সমসাময়িক! এখানেই কিছু সংশয় দেখা দেয়, পাল বংশের দুজন মহীপাল ছিলেন ১ম মহীপাল ( ৯৭৭- ১০২৭)২ য় মহীপাল ( ১০৭০-১০৭১)! তিনি কোন মহীপালের সমসাময়িক?
গবেষকদের একাংশের অনুমান ইছাই ঘোষ ১ম মহীপালের শাসনকালের কারন !২য় মহীপাল ভাইদের কারারুদ্ধ করে সিংহাসন দখল করলে, গৃহযুদ্ধ শুরু হয়, এবং এই সুযোগে গৌড়ের অনেক সামন্ত রাজা বিদ্রোহ ঘোষনা করেন!এরমধ্যে করবে জাতির দিব্যক নামে জনৈক রাজকর্মচারী ২য় মহীপালের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ন হয়ে ২য় মহীপালকে পরাজিত ও হত্যা করে বরেন্দ্র ভুম তথা উত্তরবঙ্গে স্বাধীনরাজ্য প্রতিষ্ঠা করেন! ইছাই ঘোষ ২য় মহীপালের সমসাময়িক হলে, দিব্যকের সাথে ইছাই ঘোষের নামও শোনা যেত কিন্তু তাঁর কোন উল্লেখ পাওয়া যায়না! তাই তিনি প্রথম মহীপালের সমসাময়িক হওয়ার সম্ভাবনাই বেশী, কারন ১ম মহীপালের শাসনকালে রাজার অযোগ্যতাও অকর্মন্যার কারনে রাজ্যে চুড়ান্ত বিপর্যয় নেমে আসে! এ প্রসঙ্গে ঐতিহাসিক শ্রদ্ধেয় বিনয় ঘোষ মহাশয় বলেছেন,"মহীপালের রাজত্বকালে বৈদেশিক ( চোল ও কলচুরী) আক্রমনে রাজ্যে যে রাজনৈতিক বিপর্যয় ঘটে , সেই সুযোগেই সম্ভবতঃ ঈশ্বর ঘোষ গোপভুমের বিস্তৃত এলাকা দখল করে নিজেকে স্বাধীন রাজা ঘোষনা করে ঢেকুরে রাজধানী স্হাপন করেন "....( চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours