Old temple
ভবানী প্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার দুর্গাপুরঃ কর্ন সেনের পুত্র লাউসেন ময়না গড়ে বড় হতে লাগলেন! ইছাই ঘোষও তাঁর রাজ বিস্তার করবে চলেছেন! ইছাই ঘোষ মা শ্যামরূপার কৃপায় ধন্য ছিলেন, অন্যদিকে কর্ন সেন স্বপরিবারে ধর্মরাজের ভক্ত ছিলেন! এই ধর্মঠাকুর বা ধর্মরাজ মূলতঃ রাঢ়ের দেবতা! সারা বাংলায় ধর্মরাজের পুজা হয় না! দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম হুগলী জেলার কিয়দংশ ও বর্তমান ঝাড়খন্ডের কিছু এলাকায় ধর্মরাজ বা ধর্ম ঠাকুরের পুজা হয়!
আবার দেবী মনসার মতোই ধর্ম ঠাকুর সমাজের অব্রাক্ষ্মনদের দেবতা, হাতে গোনা কয়েটি ব্রাক্ষ্মন পরিবার ছাড়া ধর্মরাজের উপাসকরা সকলেই অব্রাক্ষ্মন, তবে সদগোপ, আগুরী ,কেওট, বাগদীরাই সংখ্যাগরিষ্ট বৌদ্ধ পূর্নিমায় ধর্মরাজের পূজা ও গাজন হয়, তবে কোন কোন স্হানে অন্য সময়েও পূজা ও গাজন উৎসব হয়! লাউসেন অত্যন্ত ধার্মিক ছিলেন, তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার ও ভাতৃহত্যার প্রতিশোষ নেওয়ার জন্য বল্যকাল থেকেই ধর্মরাজের উপাসনা করতে থাকেন ! যৌবনে পদার্পন করে বাবা মায়ের আশীর্বাদ আর ধর্মরাজের কৃপা সম্বল করে বাচ্ছা খয়রা, চুয়াড ও ডোমদের নিয়ে গঠিত সেনাবাহিনীর সাথে যাত্রা করলেন ঢেঁকুর গড়ের উদ্দেশ্যে !


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours