Old temple
ভবানী প্রসাদ ভট্টাচার্য্য,  ফিচার রাইটার,দুর্গাপুরঃ ধর্মমঙ্গল কাব্যের পটভুমি বর্তমান পশ্চিম বর্ধমান জেলার জঙ্গল মহল নামে পরিচিত কাঁকসা ব্লকের বনকাটি গ্রাম পঞ্চায়েতের গলকেল্লা -খেরোবাড়ী, ও গৌরাঙ্গপুর মৌজার 'ঢেঁকুর গড়,কথিত আছে এখানেই এক সময় গোপ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন ধর্মমঙ্গল কাব্যের অমর নায়ক ইছাই ওরফে ঈশ্বর ঘোষ! 
ভারতে মোঘলরা চার'শ বছর, ইংরেজরা ১৯০ বছর শাসন করার পূর্বে, ৭০০ বছর বাংলার বিস্তির্ন এলাকা "রাঢ় বঙ্গ " গোপ রাজাদের অধীনে ছিল! গোপরাজ্যের প্রতিষ্ঠা করেন সম্ভবতঃ রাজা ভল্লুপাদ, সে কাহিনীও চমকপ্রদ পরবর্তী অধ্যায়ে প্রকাশিত হবে!আজ গড় জঙ্গলের 'ঢেঁকুর গড় '-এর অতীত কাহিনী ... তখন বাংলায় চলছে 'পাল' রাজাদের. শাসন, গৌড়ের অধিপতি দেব পাল, বাংলায় তখন অনেকগুলি অঙ্গরাজ্যে গৌড় রাজের নিযুক্ত প্রতিনিধিরা শাসন করছেন ঢেঁকুরগড়ে তখন শাসন কর্তা রাজা কর্ন সেন, কিন্তু তাঁর রাজ্যশাসন কুসুমাস্তির্ন রইল না, ইছাই ওরফে ঈশ্বর ঘোষ বাছা বাছা খয়রা চোয়াড়দের নিয়ে গঠিত সেনাদের নিয়ে ঢেঁকুর গড় আক্রমন করলেন, যুদ্ধে কর্নসেনের দুই পুত্র নিহত হলেন, যুদ্ধে পরাজিত বিদ্ধস্ত কর্ন সেন বিতাড়িত হলেন! যুদ্ধে কর্ন সেনের পরাজয়ের সংবাদ পেয়ে, উদ্বিঘ্ন গৌড়রাজ দেব পাল তাঁর বিস্হস্ত সেনাপতি মহামদকে পাঠালেন ইছাইকে শায়েস্তা করার জন্য, কিন্তু ইছাই-এর কাছে পারজিত হয়ে...পালিয়ে গেলেন মহামদ! ঢেঁকুর গড়ে প্রতিষ্ঠিতহলো গোপরাজ্যের ।
..............(চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours