রেয়ান পাত্র, সাংবাদিক, মুর্শিদাবাদ: ১০ থেকে ১৩ জুন নয়া দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বহু প্রতিযোগী। তবে জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সমস্ত রাজ্য কে পিছনে ফেলে সোনা জিতল মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত বহরমপুরের প্রাপ্তি দাস। প্রাপ্তির বয়স আট বছর। বালিকা বিভাগে রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরে অংশ নেই। বিভিন্ন রাজ্য থেকে আসা 22 জন প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বহরমপুরের ক্যারাটে একাডেমির প্রশিক্ষক সৈকত দাস সহ অন্যান্যরা। তিন বছর আগে একাডেমিতে ভর্তি হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দিনে ৮ ঘণ্টা করে প্র্যাকটিস করত। অবশেষে সার্থক হলো তার পরিশ্রম। এর পাশাপাশি অংকন আবৃত্তিতেও পারদর্শী। প্রাপ্তির হাতে স্বর্ণ পদক তুলে দেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি লিখা তারা।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours