Kuyo
গার্গী দাস, সাংবাদিক, কলকাতাঃ তারাপদ সাঁতরা স্মারক নিধি-র উদ্যোগে এবং অখিল ভারতীয় মারোয়াড়ী মহিলা সম্মেলন, বিধাননগর শাখার সহায়তায় দুর্গাপুরের গোপালমাঠের জগুরবাঁধ প্লটের মাঝিপাড়ায় একটি সুপ্রাচীন পানীয় জলের কুয়োর সংস্কার করার পর আজ বিকেল পাঁচটায় মাঝিপাড়ার আদিবাসী অধিবাসীদের উদ্দেশ্যে উতসর্গ করা হ'ল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন তারাপদ সাঁতরা স্মারক নিধি-র সম্পাদক সোমনাথ রায়,
কোষাধক্ষ্য চম্পা রায়, সভাপতি আর এন গাঙ্গুলী এবং সদস্যবৃন্দ এবং অখিল ভারতীয় মারোয়াড়ী মহিলা সম্মেলন, বিধাননগর শাখার সভাপতি সুমন শর্মা এবং অন্যান্য সদস্যাবৃন্দ এবং দুর্গাপুর ট্র্যাফিক ওসি মহঃ আলি এবং তাঁর বাহিনী। এই উপলক্ষে প্রচুর গণ্যমান্য এবং সাধারণ ব্যক্তির সমাগম হয়েছিল। আদিবাসী মেয়েদের নৃত্যগীত অনুষ্ঠানটিকে মনোরম করে তোলে এবং উচ্চ প্রশংসিত হয়। দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অর্থসাহায্য করা হয়। ট্র্যাফিক পুলিসের পক্ষ থেকে "সেফ ড্রাইভ সেভ লাইফ" বিষয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর ট্র্যাফিক ওসি মহঃ আলি। অখিল ভারতীয় মারোয়াড়ী মহিলা সম্মেলন, বিধাননগর শাখার সদস্যাবৃন্দ ভবিষ্যতে তারাপদ সাঁতরা স্মারক নিধি-র সঙ্গে যৌথ উদ্যোগে এই অঞ্চলে বিভিন্ন জনসেবামূলক কাজ করার অঙ্গীকার করেন।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours