জীবন রায়,প্রাক্তন সিপিএম সাংসদঃ যে পতাকা ওরা ফেলে দিয়েছে সেটাই তো তুলে নিতে হোত শ্রমিকদেরক। ইতিহাস মানুষের প্রতি অমানবিক নয়।
পুঁজিতান্ত্রিক হিংস্রতার কালে, সে
সাম্যবাদীদের সব সময় ইতিহাসের দিকে
ঠেলবে -
অস্বীকৃতিতেই ফ্যাসিবাদ।
আমার আগের কপিতে রেঁনেশাকে এগিয়ে দেওয়ার প্রশ্নে সাম্য
বাদীদের দায় - শিরোনামায় যে লেখাটা লিখেছিলাম এবং
কিছু আগে এই ‘দ্য অফনিউজ’ পোর্টাল প্রকাশ করেছেন
-- সেটা লেখার সময়ও এই লেখকের জানা ছিলো না,
নতুন সরকার টোলের অনুকরনে,
শিক্ষার নামে একটা ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
আর এস এস যদি
নতুন শিক্ষা নীতির নামে, বর্তমানে বেসরকারীভাবে চালু
ওদের টোল ব্যবস্থা ,
একবছর বাড়িয়ে গ্রেডুয়েসণ পর্য্যন্ত ষোল
বছরের ছয় স্তরীয় শিক্ষাক্রম এবং
সম্ভাব্য আধুনিকতা বিবর্জিত
শিক্ষার আয়োজন করে থাকে,
তবে তা, গতকাল যে কথা উল্লেখ করেছি,
সাম্যবাদী দায় হিসেব
বিকল্প ব্যবস্থাটি
হাজির করার দায় সামনে এসেই যায়।
এটাই বিস্ময়কর,
লেনিনীয় বাধ্যবাধকতা থাকা সত্বেও,
প্রতিবিপ্লবীরা যখন বেসরকারীভাবে
টোল ব্যবস্থার নামে
একটি আদি-ভৌতিক বা অধিবিদ্যা
আশ্রয়ী
শিক্ষার নামে একটি ব্যবস্থা
দীর্ঘদিন চালু রেখেছিলো ---
তখন আমরা সাম্যবাদী শিক্ষার মতো গুরুতর
বিষয়গুলিতে শ্রেফ
নীতিকথা শুনিয়েই দায় পালণ করেছি।
আজ স্মরন করিয়ে দিতে হয়,
দুর্গাপুরের, দল-মত নিরপেক্ষ ভালো মানুষজনের সঙ্গে
যখন আধুনিকতার ভিত্তিতে
কিছু করার চেষ্টা করেছিলাম,
সাম্যবাদী নামে সেখানে যারা নেতা,
তাদের দিক থেকে
অভিজ্ঞতা ভালো ছিলো না।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours