Totor daridryeo safolyo akash
মিলন গোস্বামী, সাংবাদিক  বীরভূমঃ মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। রাজিব হাজরা উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে মেধাতালিকায় সপ্তম স্থানে রয়েছে। সে বোলপুর হাই স্কুলের ছাত্র। রাজীব অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। রাজীবের বাবা প্রশান্ত হাজরা টোটো চালায় আর মা কৃষ্ণা হাজরা বোলপুর মহকুমা হাসপাতালে সাফাই কর্মী। তবে তাদের ঐকান্তিক ইচ্ছা ছেলের বড় হোক, মায়ের ইচ্ছা ছেলে ডাক্তার হোক। হাসপাতালে গরিব রোগীদের আসতে দেখে হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি দেখে মায়ের ইচ্ছে ছেলে ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসা করুক। সাধারণ বাস্তববাদী ছেলে হিসেবে আপাতত কেমিস্ট্রি নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলেও মায়ের ইচ্ছা কে শেষমেষ সফল করতে চায়। 489 পাওয়া রাজীব পরীক্ষার প্রস্তুতি হিসাবে বাঁধাধরা কোন সময় না রাখলেও নিয়ম করে ভালোবেসে পড়েছে। এখন মায়ের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে সে কতটা সফল হয় সেটাই এখন দেখার।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours