Nakrul
মিলন গোস্বামী, সাংবাদিক, বীরভূমঃ  সাম্যের কবি হয়েও আজও তিনি উপেক্ষিত। বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। বীরভূমের সঙ্গে তার নিবিড় যোগ ছিল। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সিউড়িতে সরকারি স্তরে তাঁকে স্মরণ করলেও দুবরাজপুর পৌর এলাকায় নয় নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ে তাঁর মুর্তিতে দেওয়া হলো না একটি মালা। যদিও প্রতিবছর দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নজরুল স্মরণ করা হতো। প্রতিবছর নজরুলের মুর্তিতে পড়ানো হত মালা কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ উল্টো।নির্বাচন প্রক্রিয়া বিধি লাগু আছে ২৭ মে পর্যন্ত তাই পৌরসভার তরফে থেকে মুর্তির গলায় মালা পড়ানো হয়নি বলে শোনা গেছে। পৌর এলাকায় সদ্য লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধি হলেও স্থানীয় প্রশাসন উদ্যোগ নেন নি কেন সেটাও প্রশ্ন থেকে যায় ? সাধারণ মানুষের অভিযোগ, নজরুল জন্মের একশো কুড়ি তম বর্ষে রাজনীতির উর্ধে উঠতে আসলে পারলো না নজরুল স্মরণ প্রক্রিয়া।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours