politics
কাজল ভট্টাচার্য্য বিশেষ বিশ্লেষকঃ পপ্পু পাশ হো গয়া। কিন্তু কিভাবে? টুকলি করে নয়তো? কিন্তু কেন এই সন্দেহ? সে ছিল দিল্লির মসনদ দখলে, লোকসভা নির্বাচনের আগে গা-গরমের লড়াই। দুই প্রতিদ্বন্দি বিজেপি কংগ্রেসের সেমি ফাইনাল। গত বছরের নভেম্বর-ডিসেম্বর। মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সবাইকে চমকে বিজেপির হাত থেকে তিনটি রাজ্য ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। সেদিন কিভাবে এমন ভেলকি দেখিয়েছিলেন রাহুল গাঁধি? কেনই বা মানুষ হঠাত করেই এমন বিশ্বাস করে বসলেন কংগ্রেস সেনাপতিকে? বেশি ইতিহাস ঘাঁটাঘাঁটি করবো না। মাত্র পাঁচ বছর আগের লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিই। প্রতি একশোজন ভোটারের মধ্যে মেরেকেটে ন'জনও(8.62) ভোট দেয়নি কংগ্রেসকে। এই তো সেদিনও রাহুল গাঁধিকে খোঁচা মেরে বলা হতো রাজনীতির "পপ্পু"। সেখানে নরেন্দ্র মোদির বিশ্বস্ততা ছিল আকাশছোঁয়া। প্রতি একশোজনের মধ্যে একান্নজনেরও (51.34) বেশি ভোটার ভরসা রেখেছিলেন বিজেপির ওপরে। "যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া।" বাস্তবে কয়েকমাস আগের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে, নরেন্দ্র মোদির অস্ত্রেই মোদিকে ঘায়েল করেছিলেন রাহুল। মুখে যতই সেকুলরের অমৃতবাণী শোনাক না কেন, হিন্দুত্বের তাস খেলেছিল কংগ্রেস। নির্বাচনী প্রচার চালাতে গিয়ে রীতিমত ঘটা করে পৈতেধারী হয়ে গেছিলেন রাহুল। তুলে ধরেছিলেন নিজের ব্রাহ্মণ সন্তানের পরিচয়। জনসভায় যাওয়ার আগে নিয়ম করে হত্যে দিতেন মন্দিরে- মন্দিরে। বলতেন, "আমিও শিবভক্ত পৈতেধারী ব্রাহ্মণ।" তিনিও যে মোদির থেকে একচুল কম হিন্দু না, তা বোঝাতে ছুঁড়ে দিতেন চোখা-চোখা প্রশ্ন, "মোদিজির কাছে হিন্দুত্বের পাঠ নিতে হবে নাকি?" এসবের পরেও রাহুলের আবদার, কংগ্রেস সেকুলার। আরও সেকুলার তিনি নিজে। গাঁধি পরিবারের তরুণ তুর্কি রাহুল গাঁধি। ফলস্বরূপ, 2014 লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours