সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:
সময়ের সঙ্গে সবকিছুই তো বদলায়। প্রত্যাশিত নিয়মে। অতএব ভারতের কোম্পানি আইন বা খোমাকা যুগের সঙ্গে নিত্যনতুন প্রয়োজন মাফিক তাল মিলিয়ে পাল্টাবে না কেন? সেটারও পট পরিবর্তন ঘটেছে নানা আঙ্গিকে। কিন্তু কি কি পাল্টে গেল কোম্পানি আইনের প্রেক্ষাপটে? তারই সুলুক সন্ধানে এক মনোজ্ঞ আলোচনার আয়োজন করেছিল মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার এই বণিকসভা অনুষ্ঠিত হয় কলকাতা স্থিত নিজস্ব দফতরে।
আলোচনার মুখ্য বিষয়বস্তু ছিল, 'ভারতের পরিবর্তিত কোম্পানি আইন।' সেই আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি সাবিত্রী পারেখ। আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, '১৯৫৬ সালে ভারতে প্রথম কোম্পানি আইন লাগু হয়। দেশের মধ্যে কোম্পানিগুলো কিভাবে কোন বিধি ও নিয়মাবলী মেনে চলবে তারই বিস্তারিত উল্লেখ ছিল তাতে। ক্রমেই মানুষের জীবনধারা পাল্টাতে থাকে। দেশীয় কোম্পানিগুলোতেও নিজস্ব পৃথক চাহিদার সৃষ্টি হয়। ফলস্বরূপ দেশ আবার তা সংস্কারের উপর জোর দেয়। প্রত্যাশিত ভাবেই ২০১৩ সালে এই কোম্পানি আইনে বেশকিছু রদবদল ঘটানো হয়। পরবর্তীতে ২০১৭ সালে ফের এটিকে সংশোধন করা হয়।'
বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, 'পূর্বের আইন অনুসারে অডিটে স্বচ্ছতার পাশাপাশি শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার, কোম্পানির নিবন্ধীকরণের উপর আইন যথেষ্ট পর্যায়ে কার্যকর থাকতো। বর্তমানে সংশোধিত আইনে পূর্বের উল্লেখিত এসবের পাশাপাশি কোম্পানি ব্যবস্থাপনার উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে।' তাঁর আরও মন্তব্য, ২০১৩ সালে কোম্পানি আইন কিছুটা পাল্টানোর ফলে, বর্তমানে কোম্পানির একক শেয়ার হোল্ডারের সুযোগ করে দেওয়া হয়েছে। আগের নিয়মে প্রাইভেট কোম্পানিতে নূন্যতম দুইজন ও পাবলিক কোম্পানিতে কমপক্ষে সাতজন শেয়ার হোল্ডার থাকা বাধ্যতামূলক ছিল। সেখানে ব্যাপক শিথিলতা আনা হয়েছে নয়া আইনের আওতায়। কোম্পানি নিবন্ধনীকরণের ক্ষেত্রে ডিজিটাল ফর্ম পূরণের সুযোগ রয়েছে যা অতি সরলীকরণের এক অন্যতম মাধ্যম। পাবলিক কোম্পানিতে অডিট কমিটি গঠনের বাধ্যতামূলক সংস্থান রয়েছে। যাতে স্বচ্ছতা আরও বেশি মাত্রায় বজায় রাখা যায়। আর্থিক প্রতিবেদনে কঠোর মানদণ্ড আরোপ করা হয়েছে। এমনকি কোম্পানি আইন লঙ্ঘনকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আরও কঠিন ধারা বলবৎ করা হয়েছে নতুন আইনের মধ্য দিয়ে বলে তিনি উল্লেখ করেন।
(www.theoffnews.com Indian Company Act)
Post A Comment:
0 comments so far,add yours