মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

"এক মেঘবালিকার গল্প হোক। 

শহর জুড়ে বৃষ্টি হোক "

অনেকটা সময় ধরে এলোমেলো বৃষ্টি। আজ সকাল থেকেই। রিমঝিম নুপুরের শব্দে। ভিজিয়ে গেল চারদিক। জলছবি আঁকা চারদিকে। অশ্বত্থ গাছের পাতাগুলো ঝুম ঝুম করে ভিজিয়ে দিয়ে জলকণা গুলো নামছে ঝুরি বেয়ে। টুপটুপ করে ঝরে পড়ছে মাটিতে। কেউ নেই চারিপাশে। এই তো সময় ভালোলাগার। ভালো থাকার।

ঝরে পড়ার আগের মুহূর্তে হীরের মত চিকচিক করছে। ঝিলমিল করছে জলজ বিন্দুগুলো। হাওয়ায় দুলছে। স্পর্শ করে নিলাম ঠান্ডা এক জলকণার শরিরী সিন্ধু। কি নরম কি সরল কত সাবলীলভাবে ছুঁয়ে গেল সেও আমার হাত। বন্ধু হলাম একে অপরের। আমার জলসই। এটাই তার নাম দিয়ে এলাম। এই গাছটাকে ঘিরে অজস্র জলবিন্দু। ক্ষণিকের সোহাগিনী তারা। আমার মননে। গাছের গহণে।

তারপরে মুক্তি, নাকি শান্তি, নাকি "খেলা ভাঙার খেলা"...  

আবার নামবে বৃষ্টি কখনও। আবার শুরু হবে এই জলের কণার হীরে মোতিদের বৃষ্টিখেলা তখনও।  যদি পারি আবার আসব এসে দেখে যাব চুপিচুপি।

"ইন আঁখো কে আঁসু না কেহেলাতে মোতি, 

অগর তুম না হোতে।"

(www.theoffnews.com rain)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours