দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা:

শিল্পশহর দুর্গাপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এক জমকালো সঙ্গীতানুষ্ঠান। দুর্গাপুর মিডিয়া ক্লাব পরিচালিত এই অনুষ্ঠানের শিরোনাম, হোলি মিলন উৎসব। সন্ধ্যা সাতটায় এর শুভারম্ভ। মুম্বাইয়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বপ্না ওয়াস্তি এই সঙ্গীতানুষ্ঠানের মূল আকর্ষণ। এছাড়া মুম্বাইয়ের রাজীব মোনা ও মোহন উপৃতি সঙ্গীত পরিবেশন করবেন বলে উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে। স্থানীয় সৃজনী প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে ইন্ডিয়ান আইডল খ্যাত প্রীতি বসুও অংশ নেবেন। এছাড়া অংশুমান পাহার মঞ্চে উপস্থিত থাকবেন। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ইতিমধ্যে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেছেন।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours