দি ব্যুরো, দ্য অফনিউজ, দুর্গাপুর:
মাত্র মাস তিনেক আগে কোন এক শুভক্ষণে জন্ম নিয়েছিল 'দুর্গাপুর মিডিয়া ক্লাব'। গতকাল বুধবার সেই সদ্যোজাত শিশুটিই টলোমলো পায়ে পথ চলা শুরু করল। নরম অশক্ত পায়ে চলার চেষ্টা করতে গিয়ে হয়তো বারেবারেই পড়ে যাবে, আবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবে এই শিশু। তবে অভিজ্ঞ অভিভাবক মন্ডলীর সতর্ক চোখ আর সস্নেহ হাতের ছোঁয়ায় এ শিশুর ভবিষ্যৎ যে খুব একটা অনুজ্জ্বল হবে তেমন সম্ভাবনা খুবই কম। তাই একবুক আশা আর একরাশ শুভকামনা জানিয়ে দুর্গাপুর মিডিয়া ক্লাব-এর যাত্রাপথ আলোকিত হবার স্বপ্ন দেখা শুরু। এদিন দুর্গাপুর অ্যানেক্স হোটেলে আয়োজিত সংগঠনের প্রথম সাধারণ সভা যেন হয়ে উঠল নবীন-প্রবীণ সাংবাদিকদের এক পুনর্মিলন উৎসব মঞ্চ। দুর্গাপুর মিডিয়া ক্লাব সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন হয়ে আসার পর থেকেই আমরা শহরে কয়েক দশক ধরে সংবাদ জগতের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে থাকা কয়েকজন সলতে পাকানো শুরু করি। কিভাবে আমরা আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের জন্য কিছু করতে পারব, কিভাবে তাঁদের পরিবারের সদস্যদের জন্য বুক পেতে দাঁড়াতে পারব, সেই জল্পনায় কেটে গেছে অনেকগুলো দিন। শেষ পর্যন্ত বুক ঠুকে নেমেই পড়া গেল এক অজানা ভবিষ্যতের গহ্বরে...আগামীদিনে সকলের ঐকান্তিক সহযোগিতায় হয়তো আমরা সাগর সেঁচে মুক্তো আনতে পারি কিংবা পাথরের হৃদয় থেকে নিঙড়ে নিতে পারি অনেকখানি জল... তারজন্য চাই শুধু অনেকগুলো হাত। যে হাতগুলো আজ সমবেত ভাবে সমর্থনের ভঙ্গিতে উঠেছিল বারেবারেই...। এই শক্তিটুকু পাথেয় করেই এই সংস্থার আগামী পথে পাড়ি...। সমবেত শুভেচ্ছা আর ভালোবাসার পরশেই তাই এদিন সার্থক হয়ে উঠলো স্থানীয় সাংবাদিকদের চরৈবেতির নবজাগরণ...। আর সেই সম্ভাবনাকে জলন্ত অঙ্গারে উষ্কে দিয়ে এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা থিঙ্কট্যাঙ্ক মদন সিং বলেন, "বিরোধ আমাদের কারও সঙ্গে নেই। পেশাগত বন্ধনের এই আনন্দমেলায় সবাই সসম্মানে স্বাগত। আমাদের সঙ্ঘবদ্ধ লড়াইটা হবে আপোষহীন মর্যাদা অধিকারের। আর অনৈতিকতা বিরুদ্ধ সোচ্চারের।"
(www.theoffnews.com - Durgapur Media Club)
Post A Comment:
0 comments so far,add yours