দি ব্যুরো (বাংলাদেশ), দ্য অফনিউজ, কলকাতা:
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম সাহিত্য চর্চার বাতিঘর 'বিদ্রোহী সাহিত্য পরিষদ' (বিএসপি) ২১৮তম মাসিক সাহিত্য সভা সম্প্রতি প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে কবি ও গবেষক চঞ্চল শাহরিয়ার, বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী সবুজ শামীম আহসান বক্তব্য রাখেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, শাহনাজ পারভীন, শাহানা পারভীন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আমির হোসেন মিলন, আহমেদ মাহাবুব ফারুক, তহীদ মনি, নূরজাহান আরা নীতি, সোনিয়া সুলতানা চাঁপা, শাহরিয়ার সোহেল, জাহিদুল যাদু, এম এ কাসেম অমিয়, এসকে দাস, শংকর নিভানন, মোস্তাফিজুর রহমান, তোজাম্মেল হক, মাহমুদা খানম, অরুণ বর্মণ, মোস্তফা কামাল দাদু, বাবুল আহমেদ তরফদার, সীমান্ত বসু, নজরুল ইসলাম এবং কলকাতা থেকে প্রকাশিত 'দ্য অফনিউজ'এর লেখক সাংবাদিক কাজী নূর।
(www.theoffnews.com - Bangladesh cultural programme)
Post A Comment:
0 comments so far,add yours