মাসুদ পথিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক ও কবি, বাংলাদেশ:

আমার বাবা একটা গাছ,

বাড়ির দক্ষিণ কোণে এই আমগাছটি

মা প্রতিদিন তার গোড়ায় জল ঢালেন

আমি মগডালে বসে থাকি

চারপাশে আমার ভাইবোনে আনন্দে কোলাহল করে

তারপর মাও একদিন গাছ হয়ে যান

গাছের ভাষা সবাই বোঝে না।

কেবল আমরাই বুঝি আমাদের ভাষা

নীরবতা থেকে যে ভাষা তৈরি হয় তাকে কূলগোত্র মানি

ক্লান্ত পাখিরা এসে বসে আমার পাশে,

গান গায়,

আমাকে ঠুকরে ঠুকরে খায়।

ঠোঁটে করে আমাকে নিয়ে যায় কোনো পাখি

অচিহ্নিত কবরে ফেলে রাখে অবহেলায়,

অযত্নে আমি পুনরায় জন্মাই

আর বাবা হয়ে উঠি, মা হয়ে উঠি

নিঃস্ব ও অনাথ সন্তানেরা এসে

বাবা বাবা এবং মা মা, ডাকে,আমাকে। 

বৃক্ষ, এসেছো ফুসফুসে__বুক পেতে দিয়ে রোদে

মৃত্যু ধেয়ে এলেও_অক্সিজেন বুনেছো জীবন_বোধে

(www.theoffnews.com - poem tree Bangladesh)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours