সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
ভারতের বিহার রাজ্যের জামুই জেলার করমটিয়া এলাকায় এই স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে, এতে দেশটির ৪৪ শতাংশ স্বর্ণ রয়েছে যা পরিমাণে ২২৩ টন পর্যন্ত হতে পারে।
এ স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মেলে তখন যখন কিছু পিঁপড়ে তাদের বাসা বানানোর জন্য মাটি খুঁড়ে নীচ থেকে উপরে তোলা শুরু করে। সেই মাটির মধ্যে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিশে থাকতে দেখে স্থানীয়রা। এরপরই পরীক্ষা করে দেখা যায় সেই স্থানে সোনা রয়েছে।
১৯৮২-’৮৬ সাল পর্যন্ত ওই এলাকা নিষিদ্ধ ঘোষণা করে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া খননকাজ শুরু করে। তখন বেশি সোনা না পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০১০-১১ সালে ফের নমুনা পরীক্ষা করে তৎকালীন সরকার জানিয়েছিল জামুইয়ে ৪৪ শতাংশ সোনার ভাণ্ডার আছে। ২০২০-তে ফের জিএসআই মাটির নমুনা সংগ্রহ করে। অবশেষে সরকার ঘোষণা করে জামুইয়ে দেশটির সবচেয়ে বড় স্বর্ণের ভাণ্ডার রয়েছে।
(www.theoffnews.com - Bangladesh ant gold mine Jamui India)
Post A Comment:
0 comments so far,add yours