সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ এডিসন), দ্য অফনিউজ:

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে এ ঘটনাটি ঘটেছে। এই খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহুর্তেই সেটা ভাইরাল হয়ে যায়।  

তার সঙ্গে থাকা একটি শাড়ির পুঁটলি দেখে প্রথমে সন্দেহ করেন বাসের কন্ডাক্টর। কিছুক্ষণপর সেই পুঁটলি থেকে বেরিয়ে আসে মোরগ।

বাসের মধ্যে মোরগ দেখে চটে যান বাসের কন্ডাক্টর। মোহাম্মদ আলী নিজের জন্য টিকিট কাটলেও মোরগটিকে বিনামূল্যে কিছুতেই গন্তব্যে পৌঁছাতে দিতে রাজি নন বাসের কন্ডাক্টর। এ নিয়ে বাসের দুজনের মধ্যে শুরু বাক-বিতণ্ডা। এক পর্যায়ে মোরগ তোলার জন্য জরিমানা স্বরূপ তার কাছ থেকে ৩০ টাকা আদায় করেন কন্ডাক্টর।

বাস ডিপোর ম্যানেজার ভি ভেঙ্কটেশম বলেন, কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বাসে কোনো প্রাণীকে তোলা নিষিদ্ধ। কন্ডাক্টরের দেখা উচিত ছিল, কেউ কোনো প্রাণী নিয়ে উঠছেন কি না। কিন্তু এ ক্ষেত্রে তিনি নজর রাখতে ব্যর্থ হয়েছেন। তবে মোরগের জন্য টিকিট কাটা উচিত হয়নি বলেই জানিয়েছেন ডিপোর ম্যানেজার।

(www.theoffnews.com - Bangladesh India hen bus fare)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours