সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
সাবেক স্বামী যাতে সন্তানদের করোনা প্রতিষেধক টিকা দিতে না পারেন সেইজন্য স্পেনের সেভিল শহরের বাসিন্দা ৪৬ বছর বয়সী এক নারী অপহরণ করেন নিজেরই দুই অপ্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানকে।
ওই নারীর সঙ্গে অনেকদিন আগেই তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর থেকেই ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশু তাদের বাবার জিম্মায় ছিল। কিন্তু গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি শিশু দুটির বাবা পুলিশের কাছে অভিযোগ দিয়ে জানান, সন্তানদের জিম্মা না থাকা সত্বেও তার সাবেক স্ত্রী দুই শিশুকে নিয়ে পালিয়ে গেছেন।
শিশু দুটির বাবা বলেন, সন্তানরা কোথা থেকে করোনার টিকা নেবে এ বিষয়ে নভেম্বরের শুরুর দিকে আদেশ দেন আদালত। আমার প্রাক্তন স্ত্রী ওই আদেশের একদিন পরেই গোপনে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। এরপরই আমি একটি চিঠি পাই, যাতে তিনি দুই সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার কথাও জানান।
এদিকে অভিযুক্ত ওই নারী বুধবার (৫ জানুয়ারি) দুই সন্তানকে নিয়ে সিভিল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই দুই শিশুকে তাদের বাবার জিম্মায় পাঠানো হয়েছে।
(www.theoffnews.com - ex-wife kidnapped two children vaccine Spain)
Post A Comment:
0 comments so far,add yours