সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

এবার উটের জন্য ১২০ কক্ষ বিশিষ্ট ফাইভ স্টার হোটেল নির্মাণের খবর জানাল সৌদি আরব। বিশ্বে উটদের জন্য সৌদি আরবই প্রথম এ ধরনের সুবিধা চালু করেছে। 

এ ব্যাপারে সৌদি ক্যামেল ক্লাবের মুখপাত্র মোহাম্মদ আল হারবি জানান, উটদের জন্য এই অভিনব হোটেলে থাকবে রুম সার্ভিস, হাউস কিপিং, উটের যত্নআত্তি ও দেখভাল করার সকল সুবিধা। ৫০ জনের বেশি শ্রমিক হোটেলে উটদের এসব সেবা দেওয়ার জন্য নিয়োজিত থাকবেন। দ্য রেস্ট অ্যাশিউরড নামের হোটেলটিকে খাবার, গরম দুধ ও উটের দেখভালের জন্য ফাইভ স্টার সার্ভিস দেওয়া হবে। এক ভিডিও প্রেজেন্টেশনে মোহাম্মদ আল হারবি এটা জানিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের হোটেল বিশ্বে এই প্রথম। এই হোটেল ব্যতিক্রমী ও নতুন আঙ্গিকের। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে উষ্ণ শীতাতপনিয়ন্ত্রণ, সব সুবিধাই এই হোটেলে পাওয়া যাবে। এত সুযোগ-সুবিধা সম্পন্ন হোটেলের ভাড়াটাও একটু চড়া। এই হোটেলে উটকে রাখতে হলে প্রতিরাতের জন্য গুনতে হবে ৪০০ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার বেশি)।

(www.theoffnews.com - camel hotel Soudi Arabia)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours