সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), বাংলাদেশ:
গত রোববার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকোওকা প্রিফেকচারে একটি নার্সিং হোমে বিশ্বের প্রবীণতম মানুষ কানে তানাকা নামের এই নারী নিজের জন্মদিন পালন করেন।
তানাকার জন্ম ২ জানুয়ারি ১৯০৩ সালে। ২০১৯ সালের মার্চে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কানে তানাকাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয়। তখন তার বয়স ছিল ১১৬ বছর।
খেতাবটি পূর্বে চিয়ো মিয়াকোর দখলে ছিল যিনি ২২ জুলাই ২০১৮ সালে ১১৭ বছর বয়সে মারা গিয়েছিলেন।
(www.theoffnews.com - Kane Tanaka)
Post A Comment:
0 comments so far,add yours