সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

শিশুটির নাম জোশুয়া মার্টিনজেলি, বয়স ৭। মা সিমোন মার্টিনজেলি জানান, ফুসফুসের গুরুতর রোগে জোশুয়ার গলায় একটি টিউব পরানো হয়েছিল তাই সে ক্লাসে যেতে পারে না। কিন্তু একটি রোবটের মাধ্যমে তার শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। রোবটটি তার জায়গায় ক্লাসে বসে এবং যখন তার কিছু বলার থাকে তখন একটি সংকেত পাঠায়। 

বার্লিনের ড্যান্ডেলিয়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উটে উইন্টারবাগ বলেন, ক্লাসের অন্য শিশুরা রোবটটির সাথে কথা বলে এবং তার সাথে হাসে। 

প্রকল্পটি স্থানীয় কাউন্সিলের অর্থায়নে একটি ব্যক্তিগত উদ্যোগ। এধরনের ৪টি রোবট আছে যারা বিভিন্ন কারণে কোনো শিশু ক্লাসে যেতে না পারলে শিশুটির পক্ষে স্কুলে অংশ নেয়।

(www.theoffnews.com - Bangladesh Germany Berlin student robot attended classes)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours