সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

কর্মীদের তৎপরতায় চম্পট দেওয়া ওই সিংহীকে সঙ্গীসহ আবারও বন্দী করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানায়, স্থানীয় সময় রোববার তেহরানের ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাক শহরের চিড়িয়াখানা থেকে দুটি প্রাণী পালিয়ে যায়। 

বেশ কয়েক বছর ধরে সিংহীটি চিড়িয়াখানায় ছিল। সেটি খাঁচার দরজা খুলে বেরিয়ে আসে। পরে ৪০ বছর বয়সী প্রহরীকে আক্রমণ করে। ওই প্রহরী তখন সিংহদের জন্য খাবার নিয়ে গিয়েছিল

মারকাজি প্রদেশের গভর্নর আমির হাদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএএকে বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়। জীবিত অবস্থায় ওই দুই সিংহকে আবার বন্দী করা হয়েছে।

(www.theoffnews.com - Iran zoo two lions)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours