দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা:

কলকাতার নিউটাউনের নারায়ণ ই-টেকনো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী প্রজ্যা বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ লেখার নানান প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য পেয়েই চলেছে। সম্প্রতি সে আবার প্রথম স্থান অধিকার করেছে আইআইএসএফ'২১ প্রতিযোগিতায়।

প্রজ্যা দুর্গাপুরের পানাগড় এলাকার বাসিন্দা। গত ১০ থেকে ১৩ ডিসেম্বর গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া ইন্টারন্যাশানাল সায়েন্স ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালের সায়েন্স ফিকশন রাইটিং প্রতিযোগিতায় চলতি বছরের জন্য প্রথম পুরস্কার লাভ করে প্রজ্যা।

উল্লেখ্য, এর  আগে প্রজ্যা প্রবন্ধ রচনা এবং মডেল তৈরির প্রতিযোগিতার জন্য ইসরো থেকে দুইবার পুরস্কৃত হয়েছিল। এছাড়াও ভারতের বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র, নীতি আয়োগ এবং ভারত সরকারের বিভিন্ন বিভাগ থেকে সে পুরস্কৃত হয়েছিল বিজ্ঞান বিষয়ক নানাবিধ উদ্ভাবনীর জন্য। প্রজ্যা জানিয়েছে, একেবারে ছোটবেলা থেকেই বিজ্ঞানের বিষয়ে আমার প্রবল ঝোঁক। আমি স্বপ্ন দেখি, বড় হয়ে সমাজে বিজ্ঞান ভিত্তিক মানব সেবা যেন করতে পারি। 

(www.theoffnews.com - science competition)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours