সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

সানাইয়ের সুর আর ব্যান্ড পার্টির আওয়াজ জানান দিচ্ছিল বিয়ের খবর। ঘোড়ার গাড়িতে চড়ে একে একে হাজির বর-কনে। তবে, একজোড়া নয়, একসাথে এলেন সতেরো জোড়া বর-কনে। আর্থিকভাবে অস্বচ্ছল ও অসহায় এমন সতেরো জোড়া যুবক-যুবতীর বিয়ে হলো একসাথে। 

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই বিয়ের আয়োজন করে ভোলা সমিতি। সেখানে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বিয়ে করতে আসা বর-কনেরা বলেন, ভেবেছিলাম এই অনুষ্ঠান খুব ছোট হবে। তবে এখানে এসে দেখলাম অনেক বড় আয়োজন। অনেক ভালো লাগছে। কখনও চিন্তা করিনি যে এভাবে বিয়ে হবে।

আয়োজকরা বলছেন, সমাজে অসহায়দের পাশে থাকার উদ্দেশ্যেই এমন আয়োজন। এই অসহায় ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান করে আমরা সমাজে অবদান রাখতে চাই। তাদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এরপর তাদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গত কয়েক বছর ধরেই বিয়ের এমন আয়োজন করছেন তারা।

(www.theoffnews.com - Bangladesh mass marriage)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours