সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
১৪০০ বছর আগে নবী মোহাম্মদ স. এক টুকরা খেজুর চিবিয়ে নরম করে সদ্যজাত শিশুর গালে দিয়ে দিতেন। এবং এটি তার সাহাবীদের অনুসরণ করতে বলে গেছেন। আজ তার অনুসারীরা ঐ পদ্ধতিকে ‘তাহ্নিক’ বলে জানে এবং গুরুত্বপূর্ন সুন্নত আমল হিসেবে মেনে চলে। আধুনিক গবেষণায় একে বলা হচ্ছে ‘ডেক্সট্রোজ জেল’ ট্রিটমেন্ট।
নিউজিল্যান্ডের একদল গবেষকের ২৪২ জন শিশুর ওপর ঐ পদ্ধতি প্রয়োগের সাফল্য সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরলো যা নবী মোহাম্মদের সেই সুন্নতেরই প্রতিফলন বলে প্রতীয়মান।
গবেষণা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে আরো বলা হয়, ‘ডেক্সট্রোজ জেল’ ট্রিটমেন্টে খরচ হয় মাত্র এক পাউন্ড। এবং এটি খুবই কার্যকর পদ্ধতি বলে উল্লেখ করেন ইউনিভার্সিটি অব অকল্যান্ডের প্রফেসর জেন হার্ডিং ও তার দল।
(www.theoffnews.com - Bangladesh prematured baby suger)
Post A Comment:
0 comments so far,add yours