সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
চীনের চাংসা শহরে একটি নির্মাণ প্রতিষ্ঠান ব্রড গ্রুপ মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটে ১০ তলা ভবন নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগে থেকেই বাড়িটির কাঠামো তৈরি করেছিল তারা। এজন্য অনেকটা সময়ই বেঁচেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নির্মাণ কাজে।
তবে প্রতিষ্ঠানটির দাবি, এত অল্প সময়ে বাড়ি বানানো হলেও এটি অনেক মজবুত এবং ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও বাড়িটির প্রতিটি অংশ খুলে ফেলাও সম্ভব অর্থাৎ পোর্টেবল।
এর আগে ২০১১ সালে চাংসায় মাত্র ৪৬.৫ ঘণ্টায় ১৫ তলা বিশিষ্ট আর্ক হোটেল নির্মাণ করে রেকর্ড করেছিল ব্রড গ্রুপ।
(www.theoffnews.com - China Broad group building construction)
Post A Comment:
0 comments so far,add yours