দীপ্তি জামান, লেখিকা, বাংলাদেশ:

মধ্যবিত্তের যাপিত জীবনে সর্বক্ষেত্রে স্বচ্ছলতা থাকে না৷ অর্থনৈতিক টানাপোড়েনের কারণে, এই শ্রেণিটাকে থাকতে হয় নানারকম ঝুট-ঝামেলায়৷ বিশ্বস্ত থাকতে হয় প্রচলিত প্রথা পদ্ধতির ওপর৷ নিয়তি নির্ভর জীবনে অভ্যস্ত হতে হয় ধোয়াশা আদর্শের মধ্যে৷ এককথায় ছকে বাঁধাজীবন৷ প্রথাগত ছকের মধ্যে হাসফাস- হাবুডুবুর মধ্যে অতিবাহিত করতে হয় জীবনের সব সোনালি সময়৷ ভেতরে ভেতরে দগ্ধ হয়, হাহাকার করে বহুগামী যৌন জীবনের স্বাদ চরিতার্থ না করতে পেরে৷ ক্রমাগত দাম্পত্য অনিহা পরিনত হয় মানসিক ব্যাধিতে৷ নিষ্প্রেম ভাটার মধ্যে কামের জীবন পার করে৷ যৌনজীবন হয়ে ওঠে বলাৎকার ও চরম বিরক্তকর পরিহাসে৷ অকারণেই দাম্পত্যকলহ রূপ নেয় তালাক বা বিবাহ বিচ্ছেদে৷

অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক বিচ্ছেদ পর্যন্ত না গড়ালেও সম্পর্কটি ঝুলে থাকে ভাঙা সাকোর মতো৷ স্বামী -স্ত্রী শারীরক সম্পর্ক সেরে নেয় দায়সারার মতো৷ দায়বদ্ধতার শিকলে বাঁধা পড়ে থাকে রাগ-অনুরাগ৷ এদের মধ্যে আবার অনেকেই শিকল ভেঙে জড়িয়ে পড়ে গোপন প্রণয়ে৷ তাই এই দাম্পত্য সম্পর্ক নর-নারীকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয় না, কামের পরিতৃপ্তি ঘটায় মাত্র৷ নিরর্থক জীবনকে কিছুটা অর্থবহ করে৷ বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভাগ্যকে নিয়তি ওপর ছেড়ে দিয়ে নিজেদের জীবনের প্রতিচ্ছবি আঁকেন সন্তান-সন্তাদির মধ্যে৷ ব্যস্ত সময় কাটান সন্তানদের সফলতার চুড়ান্ত পর্যায় পৌঁছে দেওয়ার নিরন্তর সাধনায়৷

(www.theoffnews.com - middle class family sex)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours