রমা চক্রবর্তী, শিক্ষিকা, আবৃত্তিকার ও ফিচার রাইটার, দুর্গাপুর: 

তোমরা কোথায় গো, সব কি ভোটে ব্যস্ত নাকি!

আমি করোনা বলছি।

তোমরা কি সবাই শুনতে পারছো?

আমার বয়স সবে এক বছর চার মাস। আর আমাকে এই রাজ্য থেকে দূর দূর করার জন্য লকডাউনের প্রয়াস বলতে পারো এক বছর। তবে ভোটের দামামায় কোয়ারেন্টাইন এখন যে ফস্কা গেড়ো। বুঝবে তোমরা বুঝবে।

সূদুর চীন দেশে নভেম্বর, ২০১৯ -এ আমার জন্ম (তর্কে-বিতর্কে)। আসলে আমি পৃথিবীকে খুব ভালোবাসি, তাই পৃথিবীর এত কষ্ট সহ্য করতে পারছিলাম না। তোমাদের বেঁচে থাকার কষ্ট থেকে হিমশীতল চিরমুক্তি দিতে আমার জুড়ি আর কোথাও দেখেছো?

তোমরা কেন পৃথিবীকে এত কষ্ট দাও?

পৃথিবী বার বার বলতে চেয়েছে তার কষ্টের কথা,

কখনও আগ্নেয়গিরির অগ্নুৎপাত...

কখনও মহাসাগরের বুকে বরফের পাহাড় গলে যাওয়া উষ্মায়নের জন্য...

কখনও গভীর-সুবিস্তৃত জঙ্গলে দাবানল...

আর দূষণের কথা তো ছেড়েই দিলাম,

হাঁস-ফাঁস করে বুকটা,

যেন শ্বাসকষ্টে ফুসফুসটা ছোটো হয়ে আসছে।

কোথায় নেই দূষণ!

জল-স্থল-বাতাস-আকাশ,

পৃথিবীর বুক চিরে এত শব্দ 

তাই মাঝে মাঝে ভূমিকম্পে কেঁপে ওঠে বুকটা।

কিন্তু এখন কি করবে তোমরা ভেবে দেখেছ?

আমি তোমাদের সবাইকে গো-স্ট্যাটাস খেলার মত

এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি।

আমি কিন্তু, স্তব্ধ করে দিয়েছি জনজীবন।

আমার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, নিউ স্টেইনের রূপ নিশ্চয় দেখেছো।

একেই বলে "স্যাঁকরার ঠুকঠাক কামারের এক ঘা"

আবার বলছি, কেউ বাইরে নয় ভেতর যাও,

যেমন নৈশ্য প্রহরী পাহারা দেয়।

এখনও কোথাও কোথাও রাত-দিন জেগে পাহারা দিচ্ছে

ডাক্তার-নার্স-পুলিশ।

আমি তোমাদের শাস্তি দিতে আসিনি,

সাবধান করতে এসেছি।

এখনও সময় আছে নিজেদেরকে শুধরে নাও,

আমি চাইনা পৃথিবী কঙ্কালে ভরে যাক।

আমি তোমাদের কাছে হাতজোড় করছি...

পৃথিবীকে ভালোভাবে বাঁচতে দাও

পৃথিবী বাঁচলে তোমরাও বাঁচবে,

দূষণ নেই বলে অনেক দূরের শব্দ শুনতে পারছো,

দূষণ নেই বলে অনেক দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছো...

এখনও বলছি সাবধান হও,

চা খাওয়ার নাম করে পাড়ার মোড়ে আড্ডা জমাচ্ছ...

বাজার করার নাম করে ক্লাবে গিয়ে তাস খেলছ...

নির্বাচন করার নাম করে মিটিং মিছিল করছ...

এসব গুলো বন্ধ করো

তা না হলে আমি পৃথিবীর বুকে চেপে বসে থাকবই।টনক তো নড়েনি এই মৃত্যু মিছিল দেখেও। কোনও রাজনৈতিক দল, কোনও নেতা নেত্রী, দাদা দিদি তোমাদের বাঁচাতে পারবে না। বেশি বাড় বেরো না ঝড়ে পড়ে যাবে। খবর কি রাখো, তোমাদের রাজ্যে আমার আত্মীয়তা আবার দিনে দিনে বাড়ছে। একটাই বলবো, সাবধান!

আমি হয়তো একদিন চলে যাব...

সব কিছু ঠিক করে একদিন চলে যাব

কিন্তু চলে যাওয়ার আগে আমি দেখে যেতে চাই...

তোমরা এই পৃথিবীকে ভালোবাসো, নিজের দেশকে মর্যাদা দাও, নিজের রাজ্যকে রাজনীতির উর্ধ্বে গড়ে তোলো, নিজের সমাজকে আপন করে নাও।

"ঝড় একদিন থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।"

(www.theoffnews.com - West Bengal election corona)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours