শামা আরজু, লেখক, বাংলাদেশ:

কেমন আছেন?

ভালো ছিলাম না, এখনও নেই, কখনও ভালো থাকবো এই আশাও করি না।

ভালো থাকার চেষ্টা করতে হয়।

আপনার কি ধারণা আমি চেষ্টা করি না?

আমি তো তা বলিনি।

আমার তিনটি সন্তান আছে, নইলে শহীদ মিনারে গিয়ে আত্মাহুতি দিয়ে প্রমাণ করতাম কতো অন্যায় হচ্ছে আমার ওপর।

কে বা কারা করছে? 

এই যেমন আপনি।

আমি? অবাক কান্ড! কিভাবে? আমি আবার কি করলাম!

এই যেমন আমার কিছু যন্ত্রণার কথা শুনে আপনি বলেছিলেন কি দরকার এতো প্রতিবাদের? সবাই চলছে না?

এক নিমিষেই তাঁর প্রতি পোষণ করা ধারণা আমার চুপসে গেল।

কিরে, আছিস? 

আছি রে! এখনও জীবিতই আছি।

থাক, তুই কেবল বেঁচেই থাক। তোর বেঁচে থাকাটাই বড়ো!

যার সাথে একটা কথাও গোপন করি না, ও আমার তেমনই একজন। আজকাল প্রায় সবার সঙ্গেই যোগাযোগটা ছেড়েই দিয়েছি। ও ছাড়েনি।কিছুদিন পরপর ফোনে জানতে চায় আমি আছি কিনা। আমাকে নিয়ে ওর গর্বের শেষ নেই।কখনও জানতে চায় না -আমি কেমন আছি। ও জানে আমি সেই কবেই মরে গেছি। মৃত্যু হাতের মুঠোয় পুড়েই আমি ছুটে চলা একটা জীবন্ত লাশ।

(www.theoffnews.com - Bangladesh how are you)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours