সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে, নতুন প্রজেন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও বাহারি গড়নের নৌকা তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে এই নৌকা জাদুঘর।

জাদুঘরটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। দেশ-বিদেশের নানা নকশার ১০০টি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। 

জেলা প্রশাসন ভবন সংলগ্ন ৭৮ শতাংশ জমিতে নৌকার আদলে তৈরি করা হয় জাদুঘরটি। জাদুঘরে স্থান পাওয়া নৌকার মধ্যে রয়েছে- ডিঙ্গি, একমালই, কেরায়া, কোষা, পানসি, গয়না, কোন্দা, ঘাসি, সাম্পান, লম্বাপাদি, কাঠামী বা রপ্তানি, বাচারি, পাতাম ও বাইচের নৌকা।

উপমহাদেশের প্রথম নৌকা জাদুঘর বরগুনাতে প্রতিষ্ঠিত হওয়ায় খুবই আনন্দিত স্থানীয়রা।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ একটি টেলিভিশন চ্যানেলের অনলাইকে বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে এবং এই নৌকাকে উপস্থাপন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।

পৌরসভা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু ও নৌকার ঐতিহ্য রক্ষায় জায়গাটি বরাদ্দ দিয়েছে বলে জেলা প্রশাসক জানান।

(www.theoffnews.com - Bangladesh Barguna boat museum)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours