সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

কালো দাগ সৌন্দর্য নষ্ট করে। নানা কারণে মুখে দাগ পড়ে। আর একবার দাগ পড়ে গেলে এর থেকে সহজে মুক্তি পাওয়া খুব কষ্ট হয়ে পড়ে। আবার অনেকেই ব্যস্ততার কারণে সঠিক ভাবে এর যত্নও নিতে পারেন না।

তাই ব্যস্ততার মাঝে ঘরোয়া পদ্ধতিতে মাত্র সাত দিনেই দূর করুন সারা জীবনের মতো মুখের যেকোনো কালো দাগ। একটু সময় নিয়ে মেনে চলুন একটি উপায়। এতেই পেয়ে যাবেন মুখের কালো দাগ থেকে মুক্তি। চলুন তবে জেনে নেওয়া যাক উপায় সম্পর্কে-

১. এক চা চামচ কমলার খোসার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এবার দাগের ওপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে দূর হবে ত্বকের দাগ।

২. আধা চা চামচ মসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। পুরো মুখে ১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩. ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন। এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো ঘষে নিন। পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৪. পুদিনাপাতার পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখলে মুখের দাগ দ্রুত দূর হবে।

(www.theoffnews.com - Bangladesh beauty face)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours