অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

(চিত্রটি নিজস্ব কবির আঁকা)

বলতে পারো এটা কোন অসুখ আমার?

যে অসুখে একাকীত্ব বাড়ে!

একটা রোদেলা দিন এ চারিপাশে সবুজ,

তবু ও শূন্য লাগে!

নৌকা পারাপার, সেতো মনের,

নদীর জল শুকিয়ে আজ খাল বিল!

জলে প্রতিবিম্ব চিকন মুখ তোমার,

দুকান পেতে শুধু তোমার আনাগোনা শুনি!

(www.theoffnews.com - poem and painting)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours