দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

একে তো কোভিড, তারপর ট্রেন চলাচল বন্ধ। এই পরিস্থিতিতে ভাইয়ের বাড়ি দূরে হলে, বোনের কষ্টের সীমা পরিসীমা থাকে না। কিন্তু এক্ষেত্রে মুশকিল আসান সেই প্রযুক্তিই! এক্ষেত্রে মোবাইলে হোয়াটসঅ্যাপ কলে অনেকেই ভাই ফোঁটা সেরেছেন। 

কি করা যায়! ভাইয়ের সঙ্গে বোনের এমন মধুর সম্পর্কের দিন এই ভাই ফোঁটা! 

রামপুরহাট থানার অন্তর্গত বড়শাল গ্রামে বিয়ে হয়েছে শ্রাবণী চক্রবর্তীর প্রায় একুশ বছর আগে। শ্রাবণীর বাপের বাড়ি নদীয়ার চাকদহে। ভাইয়ের নাম বিশ্ব চক্রবর্তী। এবারও ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন চলাচল করে না। তারপর করোনার প্রভাব। শ্রাবণী জানান, ভেবেছিলাম এবার বোধহয় ফোঁটা হবে না। খুব মন খারাপ করছিল। কিন্তু ছেলে মেয়ের বুদ্ধিতেই এবার ফোঁটা হলো বেশ অভিনবত্বের মধ্য দিয়ে।  ভাইকে হোয়াটসঅ্যাপ কলিং করে ফোঁটা দিলাম টাচস্ক্রিন মোবাইলের পর্দায়। আয়োজন সব ছিল। দুর্বা, ধান, প্রদীপ ও শঙ্খ ধ্বনি। মজা করে ভাই মুখ হাঁ করলো। আমিও মিস্টি তুলে ধরলাম। তখন মজা পেলেও, পরে কষ্ট পেলাম। ভাইটার মুখে কিছু তুলে দিতে পারলাম না। যা হোক দুধের সাধ ঘোলে মিটল। এই সামাজিক অনুষ্ঠানে, ভাই বোনের ভালোবাসা স্নেহ মূল কথা।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours