আমাদের বর্তমান সমাজে দেখা যায় ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজলে দাবি একটাই, মেয়ে ফর্সা সুন্দর হতে হবে! তবে জানেন কি? শাস্ত্রে বলা হয়েছে, নারী মাত্রই অম্লানকুসুম। অর্থাৎ যে ফুল কখনই ম্লান হয় না। বলা যায়, নারী মানেই সুন্দর। তারপরও বিশেষ বিশেষ সময়ে পুরুষের চোখে নারী অসাধারণ ঠেকে।
বিশেষজ্ঞদের মতামত থেকে পাওয়া তথ্যগুলো জন্য তুলে ধরা হলোঃ
১. অবশ্যই যখন সে হাসে। এই হাসিই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
২. যখন সে ঘুমায়। মায়াবী দেখায়।
৩. যখন সে আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আড় চোখে তাকায়।
৪. কান্নার আগ মুহূর্তে।
৫. যখন সে নিজের ঠোঁটে কামড় দেয়।
৬. গোসল করার পর ভেজা চুলে।
৭. যখন তার মনে প্রচণ্ড আনন্দ থাকে কিন্তু মুখে একটা লজ্জার আবরণ দিয়ে সে আনন্দটা ঢাকার চেষ্টা করে।
৮. যখন তাকে প্রশংসা করা হয়।
৯. যখন আশেপাশে তার প্রিয় মানুষটিকে নিয়ে আলোচনা করা হয়।
১০. যখন সে রেগে যায়।
১১. গোধূলির সময়।
১২. মোমবাতির আলোতে।
Post A Comment:
0 comments so far,add yours