সাজিয়া আক্তার, জয়ে়ন্ট এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

খিচুড়ি, পোলাও, মাংস বা মিষ্টি সব খাবারেই হালকা সুগন্ধের তেজপাতা ব্যবহার করি আমরা। এই তেজপাতায় খাবারের স্বাদ গন্ধ বাড়ানোর পাশাপাশি আরো অনেক ধরনের উপকারিতা রয়েছে।

জানলে সত্যি অবাক হতে হয়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, তেজপাতার মধ্যে পিনেনে ও সাইনিয়ল নামে দু’টি উপাদান রয়েছে। আয়ুর্বেদ মতে, ঘরের মধ্যে মাত্র ১০ মিনিট তেজপাতা পোড়ালেই-

•    ধীরে ধীরে তেজপাতার সুগন্ধ গোটা ঘরে ছড়িয়ে পড়বে। এই ভেষজ গন্ধ মনকে সতেজ রাখতে সাহায্য করে 

•    উদ্বেগ কমায়, মানসিক অবসাদ দূর করে

•    শরীর-মনকে শান্ত রাখে

•    অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেজপাতা জীবাণুনাশক

•    তেজপাতা পোড়ালে যে তেল হয়, সেই অ্যাসেনশিয়াল অয়েলের ফলে মাথাব্যথাও কমে।

একটি মাটির পাত্রে কয়েকটি তেজপাতা পোড়াতে পারেন। তবে অবশ্যই পাশে পানির ব্যবস্থা রাখবেন। আর শিশুদের আগুন থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।



 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours