অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
অসময়ে শিলা বৃষ্টি, মন ভিজেছে গতকাল সারা রাত ধরে,
জমাট করা কালো মেঘে বৃষ্টি নেমেছে আজ পথ ভুলে!
মনের কোণে কালি জমেছে মেঘেরাও আজ দিক ভ্রান্ত,
সব মেঘেরাও বৃষ্টি ঝরাবে, কেও কি তা জানতো?
যেই মেঘটির মেয়াদ কেবল মেঘবালিকা জানে,
আগলে রাখিস আমায় মেঘ, মনের সংগোপনে!
ঝরে যাওয়ার আগে কেবল প্রশ্ন জাগে মনে,
পথ ভুলে কি সব মেঘের, বৃষ্টি হওয়া সাজে?
(ছবি এঁকেছেন কবি স্বয়ং)
Post A Comment:
0 comments so far,add yours