দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

কর্মী সভার অফিস বন্ধ করলো বিশ্ব ভারতী। এর আগেই এই অফিস বন্ধ করার জন্য নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ। 
সূত্রের খবর, কর্তৃপক্ষ জানায়,  সেন্ট্রাল অফিসে একাডেমীর এডমিনিস্ট্রেশনের জন্য প্রয়োজন। তাই ওই জায়গায় কর্মীসভার ঘর দরকার। কোভিড ১৯ পরিস্থিতিতে কর্মীসভার মিটিং ডাকা উচিত হবে না। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে মিটিং ডেকে সিদ্ধান্ত জানানো হবে। তার আগেই এই সিদ্ধান্তে হতাশ কর্মীসভা। এমনিতেই কর্মীসভার মেয়াদ উত্তীর্ণ। পাশাপাশি, কর্মীসভার বর্তমান সম্পাদক বিদ্যুৎ সরকারকে সাসপেনশন করেছে কর্তৃপক্ষ। 
 দীর্ঘদিন ধরেই এযাবৎ কর্মীসভার ঘর ওখানেই ছিল। এবার সেই ঘর সিল করে দখল নিল কর্তৃপক্ষ। 
এব্যাপারে বিশ্বভারতীর জন সংযোগ আধিকারিককে ফোন করলে উনি যথারীতি ফোন ধরেননি। 
কর্মীসভার প্রাক্তন সম্পাদক গগন সরকার বলেন, বিশ্ব ভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours