ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

দামোদর নদের উত্তর তীরে বর্তমান  পশ্চিম বর্ধমান জেলার অন্যতম ব্লক অন্ডাল। এই ব্লকের  অন্যতম বৈশিষ্ট্য একদিকে  দুর্গাপর শিল্পাঞ্চল অন্যদিকে রানিগঞ্জ -আসানসোল  কয়লা খনি অঞ্চল। 
         ব্লকের অন্যতম  গ্রাম  অন্ডাল। গ্রামের  নামকরন  নিয়ে নানা  মত। জনশ্রুতি, এই  এলাকাটিতে  অতীতে  জৈন ধর্মের প্রভাব ছিল। তার, প্রমাণও পাওয়া যায়। কেলেজোড়া  গ্রামে  মহাবীর  জৈনের  দিগম্বর  মূর্তি পূজা  হয়। কয়েকটি  গ্রামে  আজও ধর্মাবলম্বীররা। বাস করে। বহু বছর পুর্বে  এখানে  অন্ডাল  নামে  এক  জৈন ঋষি  বাস  করতেন।তাঁর নামানুসারে  গ্রামের  নামকরন হয়  ' অন্ডাল '।
          অন্য  মতটি হ'ল, এই  গ্রামটি পুর্বে  মুসলিম  অধ্যুষিত  ছিল। 'ওর ' শব্দের  অর্থ ' মৃত গবাদি পশুর চামড়া  আর  ' নাল ' শব্দের অর্থ  মহিষ  বা  গরুর  চামড়া দিয়ে  নির্মিত  একপ্রকার  দড়ি। যেটি  লাঙ্গল  বা  গোরুর গাড়ীর  জোয়াল বাঁধার কাজে  ব্যবহার করা হয়।  সম্ভবতঃ  মৃত গবাদি পশুর চামড়া  শুকিয়ে  নাল  তৈরী করা  হতো, তাই  গ্রামের  নামকরন হয় ' ওরনাল ' কথ্য ভাষায় অন্ডাল  হয়ে যায়।  এর  সপক্ষে  জোরালো  যুক্তি  আছে। গ্রামের  মুখার্জী  পরিবারের  দুর্গা পূজায় বলিদানের  জন্য  অত্যন্ত প্রাচীন  খড়্গটির উপর 'ওরনাল ' শব্দটি  লেখা আছে। (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours