মৈত্রেয়ী চক্রবর্তী, নৃত্যশিল্পী ও ফিচার রাইটার, কলকাতা:

একদিকে করোনা নামক মহামারি অন্যদিকে আম্ফানের তান্ডবে প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল৷ তার আজ প্রায় একমাস কেটে গেলেও মানুষের অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি৷ সরকারি সাহায্য এখানকার মানুষের কাছে যেন অলীকস্বপ্ন৷ ৷ নদী বাঁধ ভেঙে চাষের জমির অর্ধেক জলে তলিয়ে গেছে৷ অনেক বাড়ির ছাঁদ নেই, মাটির বাড়ির গুলি যেন ধ্বংস্তূপে পরিনত হয়েছে, ত্রখনও কোন কোন অঞ্চলে হাঁটু সমান জল৷ এই মূহুর্তে মানুষের বেঁচে থাকাটাই যেন জীবনযুদ্ধে পরিনত হয়েছে৷ এখানকার মানুষের ত্রকটাই দাবী কিভাবে পরিবারের মুখে খাবার তুলে দেব? 
উওর ২৪পরগনার হিঙ্গলগঞ্জের অন্তর্গত যোগেশগঞ্জ অঞ্চলের চিত্রটা পায় এক৷ দুমুঠো খাবারের জন্য মানুষের আঁকুতি চোখে দেখা যায় না৷ ক্ষুদার্থ মানুষের কাছে "পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি"৷ সেখানে রায়মঙ্গল নদীর বাঁধভেঙে গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷
গতকাল ডি.ওয়াই.এফ.আই উওর ২৪পরগনা জেলা কমিটির সদস্য কমরেড রাজু বর্মনের উপস্থিতিতে   নিমতার ছাত্র যুবরা যোগেশগঞ্জ অঞ্চলের প্রায় একহাজার মানুষের কাছে ত্রান সামগ্রী পৌছে দেয়৷
ছাত্র যুবদের এই সময় এগিয়ে আসাকে স্থানীয় মানুষেরা সাধুবাদ জানিয়েছেন৷ সামান্য ত্রানের জিনিসটুকু পেয়ে মানুষের মুখের স্বস্তিটুকুই একমাত্র পরম পাওয়া ছিল বাম ছাত্রযুবদের কাছে৷ তারা সরকারে নেই দরকারে আছি এই স্লোগানকে পাথেয় করে আগামীদিনেও তাদের কাজ চলবে বলে জানান৷

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours