অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
একটা রোদেলা দিনের আশায়,
আমি আজ ও আছি সেই প্রতীক্ষায়!
সারারাত জোৎস্নাস্নাত কামিনী রা,
ঝরে পড়েছে মাটির বুকে এসে!
সূর্যের মায়াবী করুণ দৃষ্টি,
হঠাৎ ম্লান করে আমার মন!
ভালোবাসা বাসি আজ থাক, চলোনা
সময় এর সাথে আলাদা হই,
সন্ধি করে আনি নতুন ভোর!
Post A Comment:
0 comments so far,add yours