অপর্ণা চট্টোপাধ্যায়, লেখিকা, দুর্গাপুর:

যেটা বুঝতে পারিনা সবাই তো দেখি সেটাকেই বলে এবসট্রাক্ট আর্ট কিংবা বিমূর্ত শিল্প। আমি এক সময় ডিটিপির ব্যবসা করতাম মানে ধর ফাইনাল প্রিন্টের মাষ্টারকপি, এইবার সেই মাষ্টারকপি ছাপানোর কাজ কখনও কলেজস্ট্রিট আবার কখনো দুর্গাপুরেও করিয়েছি। কিন্তু যে মজার ঘটনাটি ঘটেছিল একটি ছাপাখানায় এক ভদ্রলোক তার ছেলের অন্নপ্রাশন এর নিমন্ত্রণ কার্ড ছাপাতে চায় কিন্তু যেমন তেমন নয় একদম হাই ফাই আর্ট হওয়া চাই। যাকে উদ্দেশ্য করে বলছে, ছাপাখানার সেই ডিজাইনার ভদ্রলোকের দিকে হাঁ করে তাকিয়ে ছিল মনে হয় কিছুই বুঝতে পারছিল না।ডিজাইনারকে স্পষ্ট ভাবে বলে দিতে হবে ঠিক এইরকমটা করে দিতে হবে। এই হাই ফাই আর্ট কি?ডিজাইনার বেচারা হতবাক হয়ে গেছে। কিন্তু ভদ্রলোক নিজেই পরিস্থিতিটাকে সহজ করে দিলেন, ছাপাখানার মেঝেতে একটা কাগজ পড়েছিল যেটার উপর নানা রঙের এলোমেলো ছাপ ছিল। ভদ্রলোক দেখি একদম আনন্দে মাতোয়ারা  হয়ে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে ডিজাইনার কে দেখিয়ে বলল 'এইতো ঠিক এই রকম একটা এবসট্রাক্ট আর্ট আমি চাইছি'। ডিজাইনার জিজ্ঞেস করল 'সেটা কি?'। উত্তর এল 'বিমূর্ত শিল্প'।ডিজাইনার বিরক্ত হয়ে বলল, ঐ কাগজটাতে আমরা তুলিতে লেগে থাকা রঙটা আমরা মুছি। তো আমার জ্ঞানে এইটাই হল 'বিমূর্ত শিল্প '। যা বুঝিনা তাই আমার বিমূর্ত শিল্প।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours