অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

রাতের আকাশে চেয়ে দেখি হাজার তারার মেলা,
তার মধ্যেই আনাগোনা চাঁদের আলোর খেলা।
তোমার আমার সুখ দুঃখের হিসেব নিকেশ কে বা রাখে,
মুচকি হেসে চাঁদ বলে যায়, বাঁচতে হবে আনন্দেতে।
চাঁদের বুড়ি চরকা কাটে, নীলচে সুতো স্বপ্ন  উড়ান,
ভালো থেকো ভালোবাসা, উপহারে একফালি চাঁদ।
বসে বসে আকাশ পাতাল, ভাবছো একা চিলেকোঠা,
রোজপাচালী ক্ষুধার  রাজ্যে নুন আনতে পান্তা ফুরায়।

Share To:

THE OFFNEWS

Post A Comment: