ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

তর্কবাগীশ হটীকে বললেন," আপনি  এতো  উত্তেজিতা  হবেন  না! যুগযুগান্তরের  ব্রাক্ষ্মন্যধর্ম থেকে  আপনি  মাত্র চার-পাঁচটি  উদাহরন  দিতে  পেরেছেন! কিন্তু এই১ সময়ের  মধ্যে  লক্ষ  লক্ষ পুরুষ শাস্ত্রজ্ঞ  এসেছেন এবং  চলেগেছেন ! তাই  সংখ্যা তত্বের  বিচারে  ওই১ মুষ্ঠিমেয়  চার  পাঁচজনকে  ব্যতিক্রমই  বলা  সঙ্গত !
         হটী  তৎক্ষনাৎ  প্রতিউত্তরে বলে," আপনার  ভুল  হচ্ছে!ঋকবেদের  সূত্রকাকদের  মধ্যে  কমপক্ষে  সাতাশজন  বিদূষী  সংস্কৃতজ্ঞা  মহিলার  নাম  পাওয়া  যায়! গার্গী প্রনীত  ঋকবেদের  টীকা  তার জাজ্বল্য  প্রমান! অত্রি বংশীয়া  মহাপন্ডিতা  বিশ্ববারা  ঋগ্বেদের  পঞ্চম  মন্ডলের  অষ্টবিংশি সুত্রটির  আদ্যান্ত  রচনা  করেন!এছাড়া  সংখ্যাতত্ব - বিচার  কি  এভাবে করা  সম্ভব? সংখ্যা- তত্ব বিচার বিচার  তখনই  গ্রাহ্য  যখন দুটি  তুলনীয়  বিশষ্যপদ একই  পরিমন্ডলে  অবস্হিত!  বিদ্যাচর্চা  ও জ্ঞানলাভের  যদি  পুরুষ  ও নারীর  তূল্যমূল্য  থাকতো, তাহলেই  আপনার  ঐ কয়েক লক্ষ  আর মুষ্টিমেয় সংখ্যা  দুটির  বিচার  হ'তো !দুর্ভাগ্যক্রমে  দুটি  বিচার্য  বিষয়ের  বাতাবরন  ভিন্ন! সমস্যার  গভীরে  গেলেই  বুঝতে১ পারবেন,কেন  বিদ্যাচর্চার  ক্ষেত্রে  নারীরা  সংখ্যাগরিষ্ঠ! ( চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours