ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
বাঁচার একটা ক্ষীন আশার আলো দেখতে পেল হটী! সে বলল," মিছে কথা আমি বলিনা দিদি,বল কি জানতে চাও?"
রুকমিনী বলে," তুই বামুনের বেধবা আগেই বলেছিস, কত বছর বয়সে তোর বিয়ে হয়েছিল? আর গাওনা কত বছর বয়সে?"
হটী জবাব দেয় , এগারো বছর বয়সে তার বিয়ে হয়েছিল! আর গাওনা অর্থাৎ 'দ্বিরাগমন 'হয়নি!তার আগেই সে বিধবা হয়!
" তার মানে তোর 'ফুলশয্যা ' হয়নি?সোয়ামীর সাথে একটা রাতও কাটাস নি?"- জিজ্ঞাসা করে রুকমনী
" না" উত্তর দেয় হটী !
"অন্য কোন পুরুষের সাথে কখনো কোনদিন সহবাস করিস নি?"
" এসব কথা কেন জানতে চাইছো দিদি?" বলে হটী!
" তোর ভালোর জন্যই জানতে চাইছি!এই এক কুড়ি পাঁচ বছর বয়সেও তোর যদি পুরুষ সংসর্গ না হয় তাহলে আমি তোকে বাঁচাতে পারবো ! তোকে সর্দারের 'রাখেল' হয়ে জীবন,কাটাতে হবে না! ও তোকে শুধু ছেড়ে দেবে না, তুই যেখানে চাস নামিয়ে দেবে!এমনকি কিছু টাকা পয়সাও দেবে!"-রুকমিনী জানায়!
অবাক হয় হটী! কোন কারন বুঝতে পারে না! এক টুকরো আশার আলোয় উজ্বল হয়ে ওঠে তার মুখ, উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলে," হ্যাঁ দিদি সত্যি বলছি, আমি কখনো কোন পুরুষের সাথে এক বিছানায় শুইনি! ফুলশয্যার সুহাগ রাত আমার জীবনে আসোনি! বাকী জীবনেও কোন পুরুষের সাথে কখনো,সহবাস করিনি!"
" কোন দাই দিয়ে পরীক্ষা করিয়ে নেবো ঝুট বলছিস কিনা!"-বলে রুকমিনী!
হটী বলে," আমি ঝুট বলিনা, আগেই বলেছি দিদি !" (চলবে)
বাঁচার একটা ক্ষীন আশার আলো দেখতে পেল হটী! সে বলল," মিছে কথা আমি বলিনা দিদি,বল কি জানতে চাও?"
রুকমিনী বলে," তুই বামুনের বেধবা আগেই বলেছিস, কত বছর বয়সে তোর বিয়ে হয়েছিল? আর গাওনা কত বছর বয়সে?"
হটী জবাব দেয় , এগারো বছর বয়সে তার বিয়ে হয়েছিল! আর গাওনা অর্থাৎ 'দ্বিরাগমন 'হয়নি!তার আগেই সে বিধবা হয়!
" তার মানে তোর 'ফুলশয্যা ' হয়নি?সোয়ামীর সাথে একটা রাতও কাটাস নি?"- জিজ্ঞাসা করে রুকমনী
" না" উত্তর দেয় হটী !
"অন্য কোন পুরুষের সাথে কখনো কোনদিন সহবাস করিস নি?"
" এসব কথা কেন জানতে চাইছো দিদি?" বলে হটী!
" তোর ভালোর জন্যই জানতে চাইছি!এই এক কুড়ি পাঁচ বছর বয়সেও তোর যদি পুরুষ সংসর্গ না হয় তাহলে আমি তোকে বাঁচাতে পারবো ! তোকে সর্দারের 'রাখেল' হয়ে জীবন,কাটাতে হবে না! ও তোকে শুধু ছেড়ে দেবে না, তুই যেখানে চাস নামিয়ে দেবে!এমনকি কিছু টাকা পয়সাও দেবে!"-রুকমিনী জানায়!
অবাক হয় হটী! কোন কারন বুঝতে পারে না! এক টুকরো আশার আলোয় উজ্বল হয়ে ওঠে তার মুখ, উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলে," হ্যাঁ দিদি সত্যি বলছি, আমি কখনো কোন পুরুষের সাথে এক বিছানায় শুইনি! ফুলশয্যার সুহাগ রাত আমার জীবনে আসোনি! বাকী জীবনেও কোন পুরুষের সাথে কখনো,সহবাস করিনি!"
" কোন দাই দিয়ে পরীক্ষা করিয়ে নেবো ঝুট বলছিস কিনা!"-বলে রুকমিনী!
হটী বলে," আমি ঝুট বলিনা, আগেই বলেছি দিদি !" (চলবে)
Post A Comment:
0 comments so far,add yours