সজল বোস, সমাজকর্মী, দুর্গাপুর:

বিশ্বের শক্তিধর দেশের শক্তিশালী ব্যক্তি বলতে যে নামটা প্রথমেই মনে পরে তিনি আর কেউ নন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আসুন জেনেনি ট্রাম্পের ভারত সফরে তাঁর বিশেষ সুরক্ষিত দ্যা বিস্ট গাড়ির সম্পর্কে:
ভারত সফরে সস্ত্রীক ট্রাম্প এর সফরসঙ্গী এই গাড়ি ও পুরো সফরে নজরদারি চালাবে হোয়াইট হাউস। ট্রাম্প যে গাড়িতে চড়ে ঘুরবেন সেই গাড়ি কিন্তু বাকি সব গাড়ির থেকে আলাদা। মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার জন্য জেনারেল মোটরস বিশেষভাবে তৈরি করেছে  এই গাড়ি। নাম ‘দ্য বিস্ট’।
বহু চর্চিত ঐ গাড়ির ওজন প্রায় ৮টন। এই গাড়ির বৈশিষ্ট্য অন্য সব গাড়ির থেকে আলাদা। কী ভাবে নিরাপত্তা মজবুত রাখে এই অত্যাধুনিক ক্যাডিলাক লিমুজিন। দেখে নেওয়া যাক।
গাড়িটির বডি তৈরি করা হয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও সেরামিকস দিয়ে। গাড়ির বডি পাঁচ ইঞ্চি মোটা। গাড়ির জানলাতেই রয়েছে পাঁচটি স্তর। চালকের পাশের কাঁচ কেবলমাত্র ৩ ইঞ্চি নামানো যায়। বাকি কোনও কাঁচ খোলা যায় না এই গাড়ির। যে গুলি বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে যেতে পারে, সেই গুলিও এই গাড়ি ভেদ করতে পারে না।
এই গাড়ি তৈরি হয়েছে বিস্ফোরকরোধী ফোম দিয়ে। ফলে ট্যাঙ্কের মাধ্যমে বিস্ফোরণে কোনও ক্ষতি হবে না। টায়ার স্টিল রিমের তৈরি। ফলে তা ফেটে গেলেও গাড়ি চালাতে ড্রাইভারের কোনও সমস্যা হবে না। মাইন বিস্ফোরণেও এই গাড়ির কোনও ক্ষতি করা সম্ভব নয়। এছাড়াও যদি কেউ হামলা চালাতে যায় তার খবর আগেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে। কারণ গাড়িতে লাগানো আছে অত্যাধুনিক সেন্সর।
বোয়িং বিমানের সমতুল্য উন্নত প্রজুক্তিতে তৈরী এই গাড়ি রাসায়নিক অস্ত্রের হামলা ঠেকতে সক্ষম। আছে স্যাটেলাইট ফোন, টিয়ার গ্যাস লঞ্চার, অক্সিজেনের ব্যবস্থা, বিশেষ ফায়ার ফাইটিং সিস্টেম কোন সামরিক যুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষমতা, ধোঁয়া ও রাতে আপাত কালিন পরিস্থিতিতে নাইট ভিশন সিস্টেম ও ক্যমেরা।
জরুরী রক্তের মজুত করার ব্যবস্থা আছে, আছে বন্দুক রাখার ব্যবস্থা, সেটিও বোমা নিরোধক স্টীল দ্বারা সুরক্ষিত।
গাড়িটির ডি এইট ইঞ্জিন গাড়িটির শব্দ না করেই যেকোন পরিস্থিতিতে দ্রুত সয়ংক্রিয় ভাবে চলার উপযোগী, আছে অনেক প্যানিক বাটন যা পৃথিবীর যেকোনো স্থান থেকে সাহায্য চাইতে পারে।
এমনই এক মহার্ঘ্য ও অত্যাধুনিক এই গাড়ি বিশ্বের সর্বশক্তিমান মানুষ হিসাবে মার্কিন প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখে। পৃথিবীর যে কোন দেশের সফরে এই গাড়ির ব্যবহার করেন প্রেসিডেন্ট।
আজকের এই প্রতিবেদন শুধু নিছক লেখনী নয় এর মধ্য দিয়ে আমাদের সাধারণ জ্ঞানের ভান্ডারও পরিপূর্ণ করা ভিশন প্রয়োজন।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours